Breaking News

গ্রেপ্তার সদ্য বহিস্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

Stay with Us
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংযোগ নিউজ : ০৬ অক্টোবর, ২০১৯. “আবু হেনা রাসেল” 

ঢাকা: ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার সদ্য বহিস্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে প্রচুর পরিমাণ মদ, ইয়াবা, অস্ত্র, গুলি এবং বিরলপ্রজাতীর ক্যাঙারুর চামড়া উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারের ওই কার্যালয়ে শুরু হওয়া অভিযান শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা পৌনে ৬টার দিকেও চলছিল।

অভিযানে থাকা র‌্যাব কর্মকর্তারা জানান, সম্রাটের কার্যালয়ের অভিযানে প্রচুর পরিমাণ মদ, ইয়াবা, অস্ত্র, গুলি এবং ক্যাঙারুর চামড়া উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটকে কাকরাইলে তার কার্যালয় ভূঁইয়া ট্রেড সেন্টারে নেয়া হয়।

সম্রাটকে আনার আগেই তার কার্যালয়ের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিল সম্রাট। সেদিন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া গ্রেপ্তার হওয়ার পর সদলবলে কাকরাইলে সংগঠনের কার্যালয়ে অবস্থান নিয়ে রাতভর ছিলেন সম্রাট। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

ক্যাসিনোর টাকা দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট দল চালাতেন বলে জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন। আজ রবিবার র‌্যাবের অভিযানের সময় মহাখালীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *