
সংযোগ নিউজ: ১৪ই ডিসেম্বর ২০১৮ ঢাকা: বঙ্গবন্ধু সৈনিকলীগ স্মরণ করল শহীদ বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বেদিতে পুস্পমাল্য শেষে সংক্ষিপ্ত আলোচনায় আবেগি হয়ে, অশ্রু শিক্ত চোখে বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক “বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তালুকদার সারওয়ার হোসেন” বল্লেন পাক হানাদার বাহিনী এ দেশকে মেধা শুন্য করতে পাক হানাদার বাহীনি’র সাথে তৎকালীন রাজাকার আলবদর বাহিনী ১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর কালরাত্রে এ দেশের বুদ্ধিজীবি, লেখক, শিক্ষক, সাংবাদিকদের কে নির্মম ভাবে হত্যা করে। এমন কি আত্নসমর্পন করতে যাওয়ার সময়ে ও গনহত্যা চালয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহতাসিম বিল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল মতিন, সরদার মোহাম্মদ আনোয়ার হোসেন, সার্জেন (অব.) মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নাঈম আহম্মেদ জুলহাস, রেজাউল করিম স্বপন, ডা. সাইফুল ইসলাম, আমির হোসেন বাবু, প্রমুখ। এ ছাড়াও ঢাকা মহানগর উত্তর এর নেতৃবৃন্দ ও অন্তর্গত খিলক্ষেত, মিরপুর, শাহ্ আলী, দারুস সালাম, রুপনগর, কাফরুল, আদাবর থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেত্রিবৃন্দ।