Breaking News

পেনসিলভেনিয়ায় বসবাসরত বাংলাদেশী বিশিষ্ট ব্যাক্তিবর্গ BACF এওয়ার্ডে ভূষিত হলেন।

Stay with Us
  • 41
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    41
    Shares

তারিখ ২৬শে আগষ্ট, ২০২৩,      পেনসিলভেনিয়া, USA :  গত ২০ই আগষ্ট, ২০২৩, রোজ রবিবার পেনসিলভেনিয়ার আপার্ডাবি স্হানীয় ঢাকা ক্লাবে, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম কর্তৃক আয়োজিত প্রথম BACF এওয়ার্ড কলেজ গ্রাজুয়েশন এবং পেনসিলভেনিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা পদক ও স্মারক প্রদান করা হয়। প্রথমে পবিএ ধর্মীয় গ্রন্হ কোরান তেলওয়াত, বাংলাদেশ ও আমেরিকার জাতিয় সংগীত পরিবেশন মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এর পর পরই অনুষ্ঠানের আহ্ববায়ক জে সুমন, সভাপতি সোলায়মান ইবনে মজিব অন্তু এবং সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম(আরিফ)কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটিকে দু’টি পর্বে ভাগ করা হয়েছে।

প্রথম পর্বের শুরুতেই ছাএ/ছাএীদের মধ্য থেকে আমেনা সিদ্দিক, একজন প্রতিকুলতার মধ্য সফলকাম একজন ছাএ আব্দুল মুমিত এবং একজন অভিবাবক প্রফেসর আবুল খায়ের মিঞার নিকট থেকে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এরপর একজন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী তার ৫ বছর কলেজ জীবনের সুবিধা এবং অসুবিধাগুলো কিভাবে মোকাবিলা করেছেন, এবং ভবিষ্যতে তাদের পরিকল্পনাগুলো পরবর্তী প্রজন্মের কথা বিবেচনা করে ২০ মিনিটের জন্য একটি প্রশ্ন উত্তর পর্ব ছিলো, যেখানে ছাত্র, অভিবাবকসহ কারো কোন প্রশ্ন থাকলে অভিজ্ঞজনদের কাছে প্রশ্ন করার সুযোগ ছিলো।

পেনসিলভেনিয়া বসবাসরত বিশিষ্ট ব্যক্তিদের
সম্মাননা পদক প্রদানে। বিভিন্ন সেক্টরে কৃতিত্বপূর্ন অবদান রেখে আমাদের দেশ এবং কমিউনিটির মুখ যারা উজ্জ্বল করেছেন তাদেরকে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরামের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়। এদের মধ্য ছিলেন আবু আমীন রহমান, প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, শিল্পি কাদের কিবরিয়া, ড. নিনা আহমদ, বদরুজ্জামান আলমগীর, ইন্জিনিয়ার ফারুক সিদ্দিকী, ডাঃ আব্দুল মালেক, শামস আহমেদ এবং মোঃ মুঈদুল।

এর পরেই ১৫ জন কলেজ গ্রাজুয়েজ ছাত্র- ছাত্রীদের সম্মাননা পদক এবং স্মারক বিতরণ করা হয়। ছাএ/ছাএীদের মধ্য থেকে একে একে স্মারক এবং পদক গ্রহন করেন মোহাম্মদ আরমান, রেজওয়ানা চৌধুরী, ফাহমিদা ইয়াসমিন, নার্গিস আক্তার, তাসফিয়া রিচি, নাজিফা জামান, মাইশা বালাপর্যা, মাহজাবিন জায়গীরদার, আয়েশা চৌধুরী, মোহাম্মদ এমরান খান, নিশাত ফারিহা, আমিনা সিদ্দিক, মোহাম্মদ আতিক, মালিহা হক এবং নতুন প্রজন্মের পেনসিলভেনিয়ার রোল মডেল নূর জেমি।

ছাত্র ছাত্রীদের পর পরই অ্যামেরিকান এবং বাংলাদেশী অ্যামেরিকান যারা মুলধারার রাজনীতির জড়িত থেকে বিজয়ী হয়েছেন তাদেরকে সম্মাননা সার্টিফিকেট দেয়া হয়। তিনজন আমেরিকান রাজনীতিবিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলেন, শরীফ স্ট্রিট, জ্যারেড জি সলোমন এবং তারিক খান। আমেরিকানদের পর পরই বাংলাদেশী অ্যামেরিকান নির্বাচিত ৪০ জন রাজনীতিবিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, মিলর্বন বরোর মেয়র মাহাবুবুল আলম তৈয়ব, জনাব ইফতেখার হোসেন ফরহাদ, কাউন্সিলম্যান আলাউদ্দিন পাটোয়ারী, মোঃ মনসুর আলী মিঠু, মোঃ মোশাররফ হোসেন, কমিউনিটি পার্সন এম. হেলাল উদ্দিন, কামাল উদ্দিন ভুট্টো, জনাব মোহাম্মদ আবদুল্লাহ নান্নু, ইফতেখার হোসেন ফরহাদ, কাজী সাথাওয়াত হোসেন, মিসেস ফাতেমা খাতুন, জনাব মঞ্জুরুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানটিতে যারা পৃষ্ঠপোষকতা এবং সংগঠনটির ফেইজ বুক গ্রুপে পোষ্ট, মন্তব্য এবং লাইক দিয়ে সদস্যদের উৎসাহিত করে থাকেন তাঁদেরকেও সম্মাননা পদক প্রদান করা হয়। এই পর্বটি পরিচালনা করেন মাসুদুল হাসান সরোয়ার ড্যানিয়েল।

দ্বিতীয় পর্বে মনোনুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই আব্দুল হাফিজ চৌধুরীকে কবিতা আবৃত্তির জন্য মঞ্চে আহ্ববান জানান। পরর্বতিতে সালমান খন্দকার, আটলান্টিক সিটি থেকে আসা অতিথি শিল্পি শারমিন তারা এবং স্হানীয় সবাইর পরিচিত সংগীত শিল্পী জলি দাস এবং স্বপন দাস গানে গানে সবাইকে আনন্দে ডুবিয়ে রাখেন।

সবশেষে সংগঠনের সভাপতি সোলায়মান ইবনে মজিব অন্তু উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

  •  
    41
    Shares
  • 41
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *