Breaking News

পুর্তো‌ শাখা আওয়ামীলীগের কর্মীসভা।

Stay with Us
  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    40
    Shares

১৪ই জুন, ২০২২।

“সাইফুল ইসলাম”

বিশেষ প্রতিনিধি, পর্তুগাল।

পুর্তো : আটলান্টিক মহাসাগরের ঘা‌ ঘেঁষে অবস্থিত। সৃষ্টি অপূর্ব সুন্দর্য পর্তুগাল। পুর্তো‌ শাখা আওয়ামী লীগ আয়োজিত রোববার বিকেলে স্হানীয় একটি হল‌ে রুমে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন পর্তুগাল কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল আলম জসিম। বঙ্গবন্ধু সহ চার নেতাকে শ্রদ্ধা জানিয়ে পর্তুগালের পর্তোর শহরে স্হায়ী একটি হলে পর্তুগালের আওয়ামী লীগ পর্তোর কর্মী সমাবেশ বক্তব্য রাখেন পর্তুগালের কেন্দ্রিয় আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।তিনি বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। আওয়ামী লীগের সদস্য হতে পেরে নিজেকে গর্বীত মনে করে।দেশকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।বঙ্গবন্ধু নির্দেশে একদিন পাক-হানাদার বাহিনীর উপর ঝাপিয়ে পরেছিলাম।দেশ স্বাধীন করেছি।বঙ্গবন্ধুর সুযোর্গ কন্যা জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ২৫ শে জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু।আজকে আর স্বপ্নের পদ্মা সেতু বলে না,এটা বাস্তবেই চলে আসছে।সভাপতি জসিম আরোও বলেন পর্তুগালে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।দলকে শক্তিশালী করার জন্য এক সাথে কাজ করতে হবে।

  •  
    40
    Shares
  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *