Breaking News

দুটি হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পূন্ন

Stay with Us
  • 61
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    61
    Shares

১৯শে নভেম্বর, ২০২১ইং।

নিজস্ব প্রতিবেদক।

সংযোগ নিউজ।

ঢাকা : দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা ও দক্ষতা বাড়াতে পুলিশের জন্য রাশিয়া থেকে অত্যাধুনিক হেলিকপ্টার কেনা হচ্ছে। এ জন্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনার চুক্তি সই করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সদর দফতরে আইজিপি ড. বেনজীর আহমেদ ও জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে বগিনস্কি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মো. কামরুজ্জামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রি বাগিনস্কি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বেসেডার আলেক্সাঞ্জার মানতায়েস্কি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

  •  
    61
    Shares
  • 61
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *