৯ই নভেম্বর, ২০২১ইং।
নিজস্ব প্রতিবেদক।
ঢাকা : আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেছেন রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে আবুল হোসেন গণমাধ্যমকে জানান, তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে, অযোগ্যতার অভিযোগ তুলে অধ্যক্ষ মো. আবুল হোসেনের পদত্যাগের এবং কোনো সরকারি কর্মকর্তাকে সভাপতি করে বিশেষ পরিচালনা পরিষদ গঠনসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার প্রায় দিনভর আন্দোলন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা।
একপর্যায়ে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। পরে রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করেন।
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের অভিযোগ ছিল, ভারপ্রাপ্ত অধ্যক্ষের অদক্ষতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। শিক্ষক-কর্মচারীরা ঠিকমতো বেতন-ভাতা পাচ্ছেন না।