Breaking News

২৬ রানে ওমানকে হারিয়ে বাংলাদেশের জয়।

Stay with Us
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

১৯শে অক্টোবর, ২০২১ইং।       

“নাঈম আহমেদ জুলহাস ”

ঢাকা : ২৬ রানে ওমানকে হারিয়ে বিশ্বকাপে আশা জাগিয়ে রেখেছে বাংলাদেশ। দলের বিশ্বকাপ সমীকরণ এখন এতোটাই জটিল। সেই কঠিন চাপ মাথায় নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে ওমানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ১৫৩ রানে অলআউট হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তিন সিনিয়র ব্যাটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম ম্যাচের ধীর ব্যাটিংয়ের সমালোচনা হয়েছে বিস্তর। তাই আজ ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন এনেছে বাংলাদেশ, সুযোগ দিয়েছে তরুণদের।

সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তিন তরুণের কেউই। তবে দলে ফিরে দুইবার জীবন পাওয়ার পর তা কাজে লাগাতে ভুল করেননি বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। তার ব্যাট থেকে এসেছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ফিফটি, করেছেন ৬৪ রান।
শুরুতে মাত্র ২১ রানে ২ উইকেট হারানোর পর নাইমের ধীরেসুস্থে খেলা পঞ্চাশের সঙ্গে সিনিয়র ব্যাটার সাকিব আল হাসানের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশ। কিন্তু শেষদিকে সেই শুরুর ব্যর্থতার গল্পই লেখেন পরের ব্যাটাররা। ফলে ১৫৩ রানের বেশি হয়নি বাংলাদেশের সংগ্রহ।

স্কটল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের জায়গায় আনা হয়েছে আরেক বাঁহাতি নাইম শেখকে। তিনিই খেলেছেন দলের সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস, ৫০ বল মোকাবিলা করে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই যাচ্ছেতাই ছিলো বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফিরে যান লিটন দাস। বিলাল খানের করা স্ট্যাম্প সোজা ডেলিভারিতে ড্রাইভ খেলতে গিয়ে লেগ বিফোর হন লিটন। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে তাকে ফেরায় ওমান।

অথচ ঠিক আগের বলেই জীবন পেয়েছিলেন ডানহাতি ব্যাটার লিটন। তার ফ্লিক শটে ডিপ স্কয়ার লেগে ক্যাচ ছেড়ে দেন ক্যাশপ প্রজাপতি। কিন্তু জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি লিটন, আউট হয়েছেন ৭ বলে ৬ রান করে।

  •  
    8
    Shares
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *