২৯শে জুন, ২০২১ইং।
নিজস্ব প্রতিবেদক।
ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠন এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় সার্বিক নিরাপত্তা বিবেচনায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।