Breaking News

পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক, ছাইদুজ্জামান রক্ষক নয় ভক্ষক

Stay with Us
  • 99
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    99
    Shares

জানুয়ারী ১৯, ২০২১ইং।

নিজস্ব প্রতিবেদক।

ঢাকা : বিদ্যুৎ এর অবৈধ সংযোগ নিয়ে অসাধু উপায়ে টাকার পাহাড় গড়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। এমন অভিযোগ পাওয়া গেছে ভোলা জেলার তজুমুদ্দিন থানা এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক, ছাইদুজ্জামানের বিরুদ্ধে।
“পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক, ছাইদুজ্জামান”

তজুমুদ্দিন থানা এলাকার স্হানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ক্ষমতার দাপট দেখিয়ে সমিতির পরিচালক ও কর্মকর্তা ছাইদুজ্জামান বিদ্যুৎ এর প্রধান লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেয়। সেই সংযোগের মাধ্যমে ব্যাটারী চালিত অটোরিকশার ব্যাটারী নিয়মিত চার্জ দেন। প্রতিদিন ৪০ থেকে ৫০টি ব্যাটারী চার্জ দেন। প্রতি ব্যাটারী চার্জ বাবদ প্রতিজনের কাছ ১০০ টাকা করে নেন। আর এই অবৈধ কাজের জন্য সরকারের ঘরে ঘাটতি পড়ে প্রতিমাসে বিদুৎ বিল আনুমানিক দেড় থেকে ২লক্ষ টাকা। যা শুভংকরের ফাঁকি।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রক্ষক যখন ভক্ষক হয়, তখন আর কিছু করার থাকে না।
এদিকে স্হানীয়দের অভিযোগের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ এর জিএম নেতৃত্ব অভিযান চালানো হয়। গত ১৩ জানুয়ারী ঐ এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু অটোরিকশার ব্যাটারী। ভোলা পল্লী বিদ্যুত এর জিএম আবুল বাসার আজাদ জানান ঘটনার বিষয়ে উদ্ধতন কতৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করেছি। এ বিষয়টি নিয়ে স্হানীয় প্রশাসন মহলে বেশ তোলপাড় শুরু হয়েছে বলে জানা গেছে।

  •  
    99
    Shares
  • 99
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *