২৪শে নভেম্বর, ২০২০ইং।
নিজস্ব প্রতিবেদক।
ঢাকা : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১১ টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের সামনে সাততালা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়। আগুনের গতিবেগ বেশি হওয়াতে পরবর্তীতে আরও ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের এখন মোট ১২টি ইউনিট কাজ করছে।
তিনি জানান প্রাথমিক ভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।