জুন-২৫, ২০২০ইং। নিজস্ব প্রতিবেদক।
সংযোগ নিউজ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাকসুদ ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদের স্থলাভিষিক্ত হবেন। গত ২২ জুন অধ্যাপক ড. নাসরীনের মেয়াদ শেষ হয়।
উপ-উপাচার্য পদে মাকসুদ কামালের নিয়োগের শর্ত ও সুযোগ-সুবিধার বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়- তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। বিধি অনুযায়ী সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন।