Breaking News

করোনায় ঢাকা উত্তর বিএনপির সেক্রেটারি হাসানের মৃত্যু

Stay with Us
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জুন-০৮, ২০২০ইং। সংযোগ নিউজ। 

ঢাকা : মহামারি করোনায় মারা গেলেন বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

রবিবার রাত সাড়ে নয়টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, গেল কয়েকদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসানউল্লাহ হাসান।

বিএনপি নেতাদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান অবিভক্ত সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের ১৭ বছর কাউন্সিলর ছিলেন। ডেপুটি মেয়রও ছিলেন। এলাকায় তার এক ধরণের প্রভাব ছিলো। দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগও ভালো ছিলো। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে অনেক মামলার আসামি হতে হয়েছে তাকে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *