১৬ই মে, ২০২০ইং. সংযোগ নিউজ।
সংযোগ খেলা : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে বিক্রি করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার ব্যাটটি ২০ হাজার ডলার দিয়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা) কিনেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির ফাউন্ডেশন।
গত শনিবার রাতে ব্যাটটি নিলামে তোলা হয়। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে এই নিলাম। শুক্রবার রাত সাড়ে ৯টায় ‘স্পোর্টস ফর লাইফ’ ফেসবুক পেজে নিলামের বিজয়ীর নাম মুশফিকুর রহিম নিজেই ঘোষণা করেন।