১৬ই মে, ২০২০ইং. সংযোগ নিউজ।
ঢাকা : বেতন-ভাতার দাবিতে রাজধানী মহাখালীর আমতলী এলাকার একটি গার্মেন্টসের কর্মীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে তারা মহাখালী-বনানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় জরুরি সেবার যান চলাচল।
বেলা পৌনে ১২টায় বনানী থানার ওসি নূরে আজম বলেন, ‘অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘গার্মেন্টসটির এই বেতন ভাতা বকেয়ার বিষয়টি নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক হলেও সমাধান হয়নি। আজ সকালে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বসেন। পরে বেলা ১২:৩০ মিনিটের দিকে গার্মেন্টস কর্মীরা অবস্থান ত্যাগ করে।