Breaking News

একটি ভ্যাকসিন প্রস্তুত করতে কত সময়ের প্রয়োজন?

Stay with Us
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

“নাঈম আহমেদ জুলহাস” ১৩ই এপ্রিল, ২০২০ইং. সংযোগ নিউজ। ঢাকা : বিগত ৮০ বছরের পরিসংখ্যান:

১। জিকা ভাইরাস
প্রথম সনাক্ত = ১৯৪৭ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৭৩ বছর।

২। চিকেনপক্স
প্রথম সনাক্ত = ১৯৫৩ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ১৯৯৫ সাল।
সময়কাল = ৪২ বছর।

৩। হেপাটাইটিস বি
প্রথম সনাক্ত = ১৯৬৫ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ১৯৮১ সাল।
সময়কাল = ১৬ বছর।

৪। ইবোলা
প্রথম সনাক্ত = ১৯৭৬ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ২০১৯ সাল।
সময়কাল = ৪৩ বছর।

৫। এইডস
প্রথম সনাক্ত = ১৯৮১ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৩৯ বছর।

৬। সার্স ভাইরাস
প্রথম সনাক্ত = ২০০৩ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণা ক্যানসিলড।
সময়কাল = ১৭ বছর।

৭। মার্স ভাইরাস
প্রথম সনাক্ত = ২০১২ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৮ বছর।

৮।কোভিড-১৯ (করোনাভাইরাস)
প্রথম সনাক্ত = ২০১৯ (ডিসেম্বর)
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত
সময়কাল = চিন্তা করতে থাকেন…

একটি ভ্যাকসিন ডেভেলপ করতে সচরাচর ৮ থেকে ২০ বছর সময়ের প্রয়োজন। এরপরেও লাইসেন্স করতে পারবে তার কোন গ্যারান্টি নাই। বিজ্ঞানীরা ২০, ৩০, ৫০, ৭০ বছরেও অনেক রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। সুতরাং ভ্যাকসিনের পিছনে না দৌঁড়ে নিজের কাজে মনোযোগ দেন।ঘরে থাকুন। আর কয়েক ঘন্টা পর পর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বলে ফেসবুকের নিউজ ফিড ফ্লাড কইরেন না।

আবার অনেকে কবুতর আর মাকড়সা দিয়ে ভ্যাকসিন বানাচ্ছে। এদের থেকে দূরে থেকে নিজ ঘরে থাকুন।
এছাড়াও কিছু মাহফিলী বক্তা ওয়াজের মাধ্যমে করোনা ঠেকিয়ে দিবে। তাদের থেকেও দূরে থাকুন। কারণ আক্রান্ত হয়ে মারা গেলে সেই কথিত গলা ব্যবসায়ীর নামে মামলাও করতে পারবেন না।

অবশেষে- ঘরে থাকুন, ঘরে নামায পড়ুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন।

  •  
    2
    Shares
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *