০২ জানুয়ারী, ২০২০, সংযোগ নিউজ। ঢাকা : বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকায় দু’দিন বন্ধ থাকার পর মোবাইলফোনের নেটওয়ার্ক কভারেজ খুলে দেয়া হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির এ সংক্রান্ত নির্দেশনাটি প্রত্যাহারের পর দেশের চারটি মোবাইলফোন অপারেটর তাদের নেটওয়ার্ক চালু করতে কাজ শুরু করেছে।
সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক পুনরায় চালু করতে বুধবার বিটিআরসি থেকে দেশের চার অপারেটরকে চিঠি দেয়া হয়। চিঠিটি পাওয়ার পরপরই সীমান্ত এলাকায় নেটওয়ার্ক চালু করতে কাজ শুরু করেছে তারা।
গত রবিবার রাতে বিটিআরসির নির্দেশনা পেয়ে সীমান্ত এলাকায় চারটি অপারেটর অন্তত দুই হাজার বিটিএস বন্ধ করেছিল। এরপর সীমান্ত এলাকায় প্রায় কোটি গ্রাহক মোবাইল নেটওয়ার্কের বিড়ম্বনায় পড়ে। ওইদিন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক নির্দেশনাটি সাময়িক বলে জানিয়েছিলেন।