২৪শে ডিসেম্বর, ২০১৯. সংযোগ নিউজ।
ঢাকা : ঢাকসুর ভিপি নুর ও তার সমর্থকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তার উপর কেনো বার বার হামলা হচ্ছে সেটি খতিয়ে দেখবো।
আজ (২৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে সোভিয়েত এলামনাই এসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আপনারা জানেন। ইতোমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদেরকে ঘটনায় দেখা গেছে তাদেরকে অবশ্যই ধরা হবে।