Breaking News

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আটক ছয়

Stay with Us
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংযোগ নিউজ : ০৭ই অক্টোবর, ২০১৯. ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানিয়েছেন। তবে আটককৃতদের নাম ও পরিচয় জানাননি তিনি।

সোমবার বুয়েটের শেরেবাংলা হলে ফাহাদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন আটকের তথ্য জানান।

তিনি বলেন, তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে চকবাজার থাকার ওসি সোহরাব হোসেন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার, ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেফতাহুল ইসলাম জিয়ন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, রোববার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। বাড়ি কুষ্টিয়া শহরে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *