Breaking News

বদলে গেলো ভিকারুননিসানুন স্কুলের আন্দোলনের প্রেক্ষাপট

Stay with Us
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংযোগ নিউজ: ৬ জানুয়ারী ২০১৮      ঢাকা: নাঈম আহমেদ জুলহাস 

আন্দোলনের প্রেক্ষাপট বদলে গেলো  ভিকারুননিসানুন স্কুলের।

গ্রেফতার শিক্ষিকার এবার মুক্তি চায় ভিকারুননিসা নুন স্কুলের আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে আজ অনেক নাটকীয়তার পর বিকেলে বদলে যায় শিক্ষার্থীদের দাবি। তারা বলেন, ভিকারুননিসা নুন স্কুল কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে তাই তাদের আন্দোলন স্থগিত করা হলো। এর পরপরই বেশকিছু শিক্ষার্থী ভিকারুননিসা স্কুল ১ নম্বর গেটের সামনে অবস্থান করে, গ্রেফতারকৃত শিক্ষিকা হাসনা হেনার মুক্তির জোর দাবি জানায়। অপরাধীর শাস্তি চাই হাসনা হেনার মুক্তি চাই, এই শ্লোগানের মাধ্যমে ভিকারুননিসা স্কুলের শিক্ষিকার গ্রেফতারের প্রতিবাদ জানায় তারা। এদিকে শিক্ষার্থীরা গ্রেফতারকৃত শিক্ষিকা হাসনা হেনাকে নির্দোষ বলেও দাবি করেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একটি বৈঠক শেষ হওয়ার পর বেশকিছু শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে তাদের শিক্ষিকার মুক্তির দাবি জানায়। ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থী নিশাত সুমাইয়া হক বলেন, আরিত্রীর হত্যার প্ররোচনাকারী দোষীদের শান্তি চাই। আর আমাদের শিক্ষিকা হাসনা হেনা সম্পূর্ণ নির্দোষ। আমরা হাসনা হেনার আপার মুক্তি চাই। অরিত্রি আমাদের বোন, হাসনা হেনা আমাদের মা, হাসনা হেনার মুক্তি চাই, মুহূর্তেই বদলে ফেলেন আন্দোলনের প্রেক্ষাপট। শিক্ষিকার মুক্তির দাবির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি আনুশকা রায় বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। যারা মুক্তির দাবি করছে তারা আমাদের সঙ্গের নয়।

অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় আজ তৃতীয় দিনের মতো বেশ কিছু ছাত্রী বেইলি রোডে শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ছাত্রীরা জানায়, তারা যে ছয় দফা দাবি জানিয়েছে, তার মধ্যে কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। এতে তারা সন্তুষ্ট। বাকি দাবিগুলোরও বাস্তবায়ন চায় তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *