Breaking News

ঢাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি

Stay with Us
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ঢাকা বিশ্ববিদ্যালয়, 25 জানুয়ারী:  হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী এবং সাংবাদিকতা বিভাগের পৃথক মানববন্ধন থেকে।

আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন আন্দোলনের নামে হওয়া ঘটনাগুলো কাঙ্খিত না।  বৃহস্পতিবার সকাল ১১টায়, সচেতন শিক্ষার্থীর ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ২য় দিনের মতো তাদের এই মানববন্ধন কর্মসূচিতে সচেতন শিক্ষার্থীদের ব্যানার, ছাত্রলীগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ২৯টি সংগঠন অংশ নেয়।

বিশ্ববিদ্যালয় থেকে বাম দলের নেতাকর্মীদের বহিস্কারের দাবি তোলা হয় এই মানববন্ধন থেকে।

নিপীড়নবিরোধী কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বেলা ১টায় মানববন্ধন করে শিক্ষাথীরা। মঙ্গলবারের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন বক্তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তদন্ত কমিটি হয়েছে, মামলাও করা হয়েছে। শিগগিরই সত্য বেরিয়ে আসবে।

নিপীড়নকারীদের শাস্তির দাবীতে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। সেখানে আবারও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে আন্দোলনকারীদের লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •  

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *